SynciOS-The Best iTunes Alternative. - Tanjim Reza's Blog | iForumBD

Breaking

Sunday 2 July 2017

SynciOS-The Best iTunes Alternative.


SynciOS

Category: iTunes Alternative.

Software Version:SynciOS Professional 6.1.4 (Crack File Included)

Source: Internet & Personal Collection

Download Here : Google Drive

Used Devices: Acer Aspire V11 Touch

iPhone 4S,5,5S & iPad Mini 3.

REQUIREMENTS:


  1. Operating System:Windows 10/8.1/8/7/Vista (x32 or x64bits)
  2. CPU:750MHz Intel or AMD CPU
  3. RAM: 256 MB or more
  4. AND YOU


এইবার আসি কাজের কথায়।

কি কি লাগবে অনেক বলসি,এইবার কেন? কি কাজে লাগবে? তা বলছি।

আমাদের প্রায় সবার কাছেই iTunes ভেজাল,বিরক্তিকর মনে হয়। আমরা তাই এইটার Alternative খুঁজি।

আমরা অনেকেই অনেক রকম সফটওয়্যার ব্যাবহার করি। অনেকটায় এক কাজ হয় তো আরেকটা হয় না।

তাই আজ আমি আমার পার্সোনাল পছন্দের সফটওয়্যারটির কথাটি বলি।

"SynciOS" অনেক আগে থেকেই ব্যাবহার করি এটা। অন্য যেকোনো সফটওয়্যার এর থেকে আমার কাছে এটাই ভালো লেগেছে।

এখন এটা দিয়ে কি কি কাজ করা যায় তা লিখছি-

1. BACKUP:

এটা দিয়ে ব্যাকআপ করা যায় সব কিছুই (Without Apps)। এটা দিয়ে আপনি একেবারে সহজে ব্যাকআপ করে রাখতে পারবেন আপনার ডিভাইস এর সকল Photos,Videos,Contacts,Music,SMS,Call History,Bookmarks, Ebooks ETC.

অনেক সময় অনেক সফটওয়্যার দিয়ে ব্যাকআপ রাখলে ব্যাকআপ ফাইলটির কোয়ালিটি নষ্ট হয়ে জায়, কিন্ত এটা দিয়ে তা হবেনা।

ব্যাকআপ করা ফাইল গুলো খুব সহজেই অন্য অ্যাপেল ডিভাইস কিংবা এন্ড্রোয়েড ডিভাইস এ।

2. FILE SYSTEM:

আপনি এটা দিয়ে যেকোনো নরমাল ড্রাইভ এর মত করে আপনার ফোন এর ফাইল সিস্টেম ব্রাউজ করতে পারবেন।

যা আপনাকে আরো সহজ করে দিবে ট্রান্সফার করা।

আর এক সাথে কয়েকটি অ্যাপেল ডিভাইস এবং এন্ড্রোয়েড ডিভাইস কানেক্ট করে কাজ করতে পারবেন।

3. MORE FUNCTIONS

আরো কিছু কাজ আছে যা আপনি এইটা দিয়ে করতে পারবেন।

iTunes Backup থেকে Restore করতে পারবেন। ইডিটও করতে পারবেন।

আপনার ফোন পিসি তে কানেক্ট করা থাকলে ফোন Off/Restart করতে পারবেন।

সরাসরি ফোন এর ডিফল্ট Music/Video অ্যাপ এ গান/ভিডিও নিতে পারবেন।

আরো কিছু টুল আছে যেমন- Audio Converter,Video Converter,Ringtone Maker,One Click Backup/Restore.

আরো অনেক কিছু হুয়তো বাদ গেছে। ঐ রকম কিছু থাকলে বলবেন।

ধন্যবাদ।

No comments:

Post a Comment