How to use Cydia Impactor/ Install xCleaner without jailbreak - Tanjim Reza's Blog | iForumBD

Breaking

Thursday 15 June 2017

How to use Cydia Impactor/ Install xCleaner without jailbreak

আমাদের প্রায়ই কিছু অ্যাপ দরকার হয় যা আমরা অ্যাপ স্টোরে
পাই না বা সেই অ্যাপ গুলো অ্যাপ স্টোরে রাখা হয় না। 

সেই এপগুলো হয়তো অন্য কেউ রেখে দিয়েছেন। কিন্তু তার আইডি থেকেতো আর আপনি ইন্সটল করতে পারবেন না। তাই সেই এপগুলোকে ক্র্যাক করে সবার জন্য উন্মুক্ত করা হয়।

ফোন জেলব্রেক করা থাকলে খুব সহজেই Cydia থেকে ইন্সটল করে নিতে পারি। কিন্তু জেলব্রেক না করা থাকলে শুরু হয় খোঁজা খুঁজি। এই স্টোরে আছে তো ওই স্টোরে নাই, কিছুদিন কাজ করে তারপর আর করেনা। আর এখন তো কনো স্টোরে পাওয়া যায় না।
এখন অনেকেই ‘TuTu Helper/TuTu App’ এর কথা বলবেন। এই অ্যাপ থেকে ইন্সটল করা অ্যাপ কিছুদিনের মধ্যেই কাজ করা বন্ধ করে দেয়,আরও অনেক সমস্যা তো আছেই।

তাহলে কি করা যায়?
আমাদের কাছে সবচেয়ে ভালো পদ্ধতি হল Cydia Impactor ব্যাবহার করা।
একবার ইন্সটল করলে আগামী ৭ দিনে কোনো সমস্যা নাই। আর আপনার নিজের Apple ID ব্যাবহার করছেন তাই আর কনো সমস্যা বা কোনো স্টোরের উপর ভরসাও করতে হবে না। 
তবে ফ্রী এক্যাউন্ট দিয়ে এক সপ্তাহে সর্বোচ্চ ৩ টি অ্যাপ ইনস্টল করতে পারবেন।

কথা না বাড়িয়ে আমরা সোজা কার্যপদ্ধতিতে যাব।
আপনার লাগবেঃ
১। Cydia Impactor
২। iTunes এর লেটেস্ট ভার্সন ইন্সটল করা পিসি।
৩। যেই অ্যাপ ইন্সটল করবেন সেটা (Raw IPA)
৪। ইন্টারনেট সংযোগ।

প্রথমে www.cydiaimpactor.com থেকে আপনার পিসি অনুযায়ী ভার্সন ডাউনলোড করে ইন্সটল করে নেন।
তারপর  https://iosninja.io ওয়েবসাইট থেকে আপনার ইচ্ছা মত যেই অ্যাপ দরকার সেটি আপনার পিসি তে ডাউনলোড করে নিন।

এরপর Cydia Impactor Run করুন।




এরপর আপনার ফোন কানেক্ট করুন।

ছবির মত প্রথম বক্স এ আপনার ফোনের নাম দেখালে 
উপরের 'DEVICE' এ ক্লিক করেন। তারপর সেখান থেকে 'install package' চাপুন। এরপর IPA File টা সিলেক্ট করুন।
অথবা আপনি  DRAG AND DROP ও করতে পারেন নিচের ছবির মত।
এরপর আপনার Apple ID আর Password চাইবে।
আপনি বিনা দ্বিধায় দিতে পারেন।

এরপর ইন্সটল হওয়া শুরু হবে।

Complete লেখা আসলেই হয়ে গেসে ইন্সটল।
এরপর আপনার ফোন এ নিচের ছবির মত গিয়ে অ্যাপ টী  Trust করেন।




আমি আগেই TRUST  করে নিছি তাই ডিলিট দেখাচ্ছে । আপনারা ট্রাস্ট সিলেক্ট করবেন।



এইভাবে আপনারা জেলব্রেক ছাড়া যেকোনো অ্যাপ ইন্সটল করতে পারবেন।
তবে ইন্সটল করার পর অ্যাপ টি ৭ দিন কাজ করবে।
তারপর আবার আগের মত ইন্সটল করতে হবে।

আপনার অ্যাকাউন্ট ফ্রী হলে ৭ দিন ব্যাবহার করতে পারবেন আর ডেভেলপার অ্যাকাউন্ট হলে ৩৬৫ দিন ব্যাবহার করতে পারবেন।

কোনো ভুল থাকলে  অবশ্যই জানাবেন।

ধন্যবাদ 
Sohas Al-Amin Lelin ভাই
Raiyan Dewan ভাই

2 comments:

  1. অনেক ভালো লিখছেন <3

    ReplyDelete
  2. I am hoping the same best effort from you in the future as well. In fact your creative writing skills has inspired me. download cydia

    ReplyDelete