Carrier/Sim/Network Lock and Factory Unlock / Gevey Unlock Explained - Tanjim Reza's Blog | iForumBD

Breaking

Saturday 10 June 2017

Carrier/Sim/Network Lock and Factory Unlock / Gevey Unlock Explained






What is gevey/R-Sim? & Factory/ Carrier / Gevey Unlock?

RSim,ICCID এর সর্বশেষ আপডেট ,মূল্য এবং একটিভ করার পদ্ধতি জানতে এই পোস্ট দেখুন


আমরা অনেকেই আইফোন কিনলে দেখা যায় সিম নট সাপোর্টেড দেখায়, কোনো ক্যারিয়ারে লকড্ । আসলে বিভিন্ন সিম কম্পানি যেমন:- Tesco,EE,Vodafone,Orange অ্যাপল থেকে বিভিন্ন কনট্রাক্টে ফোন আনে।
এ্যাপল এর ওইসব ডিভাইস গুলো তাদের ক্যারিয়ার/নেটওয়ার্কে লকড্ থাকে।
তার মানে আপনি ওই ডিভাইসে ওই সিম ছাড়া অন্য সিম ব্যাবহার করতে পারবেন না।

তাহলে ওই ফোন কিনে কেন??

কিছুটা কম দামে এবং ক্যারিয়ার ভিত্তিক সুবিধা দিয়ে থাকে বলে।

এখন প্রশ্ন হলো ওই ফোন গুলায় কি অন্য সিম ব্যাবহার করা যাবে না ??

হ্যাঁ, যাবে ।
সবচেয়ে ভাল এবং প্রচলিত মেথড বলো

১.Factory/Carrier/ SIM unlock.
-এক্ষেত্রে আপনার ফোন এর IMEI নম্বর দিয়ে আনলক করা হয়।
যেই ক্যারিয়ারে লকড্ থাকে তাদের কাছ থেকে আনলক অর্ডার করতে পারেন অথবা ট্রাস্টেড অনেক ওয়েবসাইট আছে ওখানে করতে পারেন। ( সঙ্গত কারনে নাম উল্লেখ করলাম না )

এটাই সবচেয়ে ভালো। একবার আনলক করলে সারা জীবন আর কোনো সমস্যা নেই। খরচ ক্যারিয়ার বুঝে। মোটামুটি ৭/৮ হাজার টাকা ধরে রাখতে পারেন।


2.Gevey/R-Sim Unlock

এক্ষেত্রে আপনার ফোন এর সিম ট্রে তে আলাদা একটি ছোট চিপ লাগিয়ে দেওয়া হয়। তারপর R-Sim Settings আসলে আপনার ফোন এর মডেল,আই ও এস ভার্সন এবং যেই ক্যারিয়ারে লকড্ সেই ক্যারিয়ারের IMSI কোড দিয়ে ফোন রিস্টার্ট করলেই হলো।
R-Sim 10 বা তার পরেরটা হলে ফোন এর অরিজিনাল সিম ট্রে তেই হবে,আর এর নিচেরটা হলে আলাদা ট্রে লাগে। যা R-Sim এর সাথেই থাকে।
এতে খরচ হবে সর্বোচ্চ ১০০০ টাকা
(গেভি ভেদে দামের পার্থক্য হয়)


এখন বাজারে R-Sim 12 আসছে। এটায় USSD CODE চলে। দাম 500/600 টাকার মতো।



যেকোনো ভুল থাকলে বলে দিবেন।

ধন্যবাদ 😊

No comments:

Post a Comment