Check iTunes Gift Card Balance - Official Method - Tanjim Reza's Blog | iForumBD

Breaking

Tuesday 1 June 2021

Check iTunes Gift Card Balance - Official Method



বাংলাদেশ থেকে AppStore থেকে কিছু কিনতে হলে বা কোনো App Subscription কিনতে হলে iTunes Gift Card ছাড়া আর কোনো উপায় নেই। 

  • বাংলাদেশে ইস্যু করা কোনো Dual-Currency Card দিয়ে পেমেন্ট করা যায় না। 
  • PayPal বাংলাদেশে না থাকায় এটা দিয়েও কেনা যায় না। 

Outline

  • Check Gift Card Balance
    • Buyer Guide
      • Seller Guide
        • Suggested Sellers

এখন কোনো পেজ থেকে অনলাইনে নিলে একটা রিস্ক থেকেই যায়, তাই একজন ক্রেতা এবং বিক্রেতা হিসেবে কার্ড এর ব্যাল্যান্স চেক করে কেনা অথবা বিক্রি করা উচিত। এইখানেই আমি কিভাবে ব্যাল্যান্স চেক করতে হয় এবং কিভাবে কিনলে ক্রেতা হিসেবে ঠকার সুযোগ থাকবে না সেই ব্যাপারে লিখবো। 


Check Gift Card Balance 

১। প্রথমেই Safari/Google Chrome/Firefox অথবা যেকোনো ব্রাউজার দিয়ে ভিজিট করুন এবং এই ধাপ গুলো অনুসরণ করে ব্যাল্যান্স চেক এর পেজে যান। 
Direct Link: Gift Card Balance Check


এরপর পরবর্তী পেজে আপনার AppleID দিয়ে লগিন করুন, অ্যাপলে এর সাইট তাই কোনো সমস্যা নেই। 
এখন এই বক্সে কোড দিয়ে চেক করলেই এই কোডের ব্যাল্যান্স দেখাবে 



এইখানে গুরুত্বপূর্ণ একটা জিনিস হলো নিচের 'Gift Card ending in ...1234' নাম্বারটা। এই নাম্বার প্রতিটা কার্ড এর জন্য ইউনিক হয়। 


Buyer Guide

  • একজন ক্রেতা হিসেবে অবশ্যই কেনার আগে আপনার সেলারকে বলবেন কার্ড এর ব্যাল্যান্স চেক করে দেখাতে এবং কার্ড এর এন্ডিং নাম্বার যেন দেখা যায়।

  • বিভিন্ন রিজিওন এর iTunes Gift Card পাওয়া যায়, তাই কেনার আগে অবশ্যই জেনে নিবেন কার্ডটা আপনার অ্যাপলে অ্যাকাউন্ট এর রিজিওনের কিনা।    

  • নিজের কমন সেন্স কাজে লাগাবেন। 

Seller Guide

  • হালাল ব্যাবসা করুন। 

  • বিক্রির আগে অবশ্যই কার্ড এর রিজিওন বলে নিবেন ক্রেতাকে নাহলে পরে ভেজাল হবে, নিজস্ব অভিজ্ঞতা থেকে বললাম। 

  • কার্ড ডেলিভারি দেওয়ার সময় সাথে সাথে ব্যাল্যান্স চেক করে স্ক্রিনশট দিবেন যাতে করে প্রমাণ থাকে যে আপনি ব্যাল্যান্স সহ কার্ড দিয়েছেন। 

Trusted Sellers 

এই পেজ গুলা থেকে অনলাইনে নিতে পারেন, এদের এখনো কোনো খারাপ রিভিউ নেই। 




    

2 comments:

  1. ব্যাপক জ্ঞানের কথাবাত্তা 🤓🤓

    ReplyDelete