iOS 12 Jailbreak Update - Tanjim Reza's Blog | iForumBD

Breaking

Wednesday 19 September 2018

iOS 12 Jailbreak Update







গত ১৭ তারিখ সবার জন্য রিলিজ হয় আইওএস-১২, আর যারা আইওএস ১১.৩.১ তে জেইলব্রেক করে সুখের সংসার বাধতে পারে নাই তারা সর অনেকেই সাথে সাথেই আপডেট করে ফেলেছেন।

এখন আসি আমাদের জেইলব্রেক নিয়ে। আইওএস ১১ আসার পর থেকেই জেইলব্রেক কমিউনিটিতে শুরু হয় নতুন ড্রামা,ডরামার পর ড্রামা। CoolStar সব শেষে iOS 11.3.1 এর জেইলব্রেক রিলিজ করে তাও আবার ২টা VFS & MPTCP Exploit ব্যবহার করে। আর Exploit এর জন্য বসে থাকা লাগে আমাদের সু পরিচিত Ian 🍺 থুক্কু Ian Beer এর রিলিজের আপেক্ষায়। তারপর Electra নিয়ে CoolStar আর Pwned20wned এর ভেজাল ইত্যাদি ইত্যাদি।।

এক সময় তো ধরেই নিয়েছিলাম আইওএস ১২ এর জেইলব্রেক এই জীবনে পাবো কিনা! তারপর আশায় বসে থাকা।

আর যখন ডেভেলপার বিটা চলছিলো, তখন অনেকেই বলেছেন যে আইওএস ১২ খুবই কঠিন হবে জেইলব্রেকার্সদের জন্য।

তো আইওঅস ১২ রিলিজ হওযার কিছুক্ষণ পরেই The Famous,One Of My Favourite,The BhaabWala Genius Luca Todesco একটা টুইট করে,



বুঝতে পারলেন কিছু!!  তাঁর খুজেঁ পাওয়া কোনো Vulnerability অ্যাপল প্যাচ করে নি, আর একটা লাইন চেন্জ না করেও।
iOS 12 PWNED

এর কিছুক্ষণ পর আবার টুইট করেন,


PAC ও বাইপ্যাস করে ফেলেছেন তিনি !!!


আপনারা যারা Luca Todesco-কে আগে থেকে চিনেন তাঁরা অবশ্যই জানেন লুকা কেমন! 
কিছু পাকিস্তানি,ভারতীয়দের When JB?, ETA JB? এর মতো অসহ্যনীয়,অতিরিক্ত মাত্রার টুইট,কমেন্টের জ্বালায় জেইলব্রেক ছেড়েছেন। তবুও ছেড়ে চলে যান নি একেবারে।

তো আইওএস ১২ তে যখন Vulnerability পাওয়া গেছে, তাহলে আজ নাহয় কাল জেইলব্রেক আসবে আশা করা যায়।


ঘটনা এখানেই থেমে নেই, এরপর কাহিনীতে আরেকটি মোড় নিয়ে আসেন Min(Spark) Zheng,


ইনি Untethered iOS 12 Jailbreak নিয়ে টুইট করেছন। বিগত ৩ আইওএস আপডেট ধরে Untethered JB এর দেখ নেই, কোনো আশাও নেই। কিন্তু হঠাৎ করে এই 💥💥। Root Access পেয়ে গেছেন তিনি। আর আপনার হয়তো তার Meridian Jailbreak এর কথা ভুলে যান নি।


এর পরেই হুট করে এসে বোমা ফাটালো আরেকটা টিম । Alibaba Pandora Labs তো সরাসরি iPhone XS এ iOS 12 এর Untethered Jailbreak এর ডেমো দেখালেন !! ভিডিও দেখে নিন।




সর্বশেষে Ian Beer এর টুইট,



উনি এখন আইওএস ১২ এর দিকে নজর দিচ্ছেন, আর খুব শীঘ্রয়ই iOS 11.4.1 এর Exploit রিলিজ করবেন। 
মানে 11.4.1 এরও জেইলব্রেক পেয়ে যাবেন আশা করা যায়। আর iOS 11.4.1 এর সাইনিং অফ করে দিলেই উনি এটা রিলিজ করবেন আশা রাখি।



তো অবশেষে এতো ড্রামা,অপেক্ষার পর এখন মনে হচ্ছে আইওএস ১২ এর নতুন ফিচারগুলির সাথে জেইলব্রেকও পেয়ে যাবো।
যারা এখন iOS 11.3.1 এ জেইলব্রোকেন আছেন তারা NullPixel এর Repo থেকে TSSSAVER ইনস্টল করে আইওএস ১২ এর জন্য Shsh2 blobs সেভ করে রাখুন।

No comments:

Post a Comment