AnyTrans (iTunes Alternative) - Tanjim Reza's Blog | iForumBD

Breaking

Monday 24 July 2017

AnyTrans (iTunes Alternative)


iTunes ঝামেলা মনে হয়?
সাধারন কিছু কাজে ঝামেলা করছে?
তাহলে আপনারা ব্যাবহার করতে পারেন AnyTrans.
iTunes এর থেকে অনেক সহজ কাজ করতে আর কিছু এক্সট্রা ফিচারও পাচ্ছেন।


AnyTrans এর ডিরেক্ট লিংকঃ  Download Here (Google Drive)
 

 ''সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল এইটা দিয়ে iCloud Backup Handle করা যায়।তার মানে আপনি iCloud এ রাখা সব কিছু দেখতে এবং এডিট করতে পারবেন।''

কিছু ফিচারঃ
১। ট্রান্সফার করুন আপনার ফোনের ছবি,এবং অন্য যা যা আছে। এটা তো অন্য গুলা দিয়েও করা যায় তাহলে এইটা কেন ব্যাবহার করবো?
এইটা দিয়ে আপনি আপ্নাত ফোনের গেম ফাইলও ব্যাকআপ করে রাখতে পারবেন। যাতে কন অফলাইন গেম পুনরায় ইন্সটল করলে আপনার
রেকর্ড হারিয়ে না যায়।

২।ফোনের ডিফল্ট মিউজিক প্লেয়ারে গান নিতে সমস্যা? এইটা দিয়ে আইটিউন্স ছাড়াই খুব সহজে তা করতে পারবেন।
আর কোনো সাউন্ড ফরম্যাট যদি সাধারণভাবে সাপোর্ট নাও করে তাহলে এইটা অই ফাইলকে কনভার্ট করে নিবে।
৩।একসাথে একাধিক ডিভাইসে কাজ করার সুবিধা। আপনার ফোন থেকে কিছু ফাইল আপনার আইপ্যাড এ নিতে হবে? সোজা নিতে পারবেন
আপনাকে আগে কম্পিউটার এ নিতে হবে না। এর ফলে সময়ও বাচবে।
৪।রিংটোন এইটা আর ভালো লাগে না?পছন্দের কন গান ব্যাবহার করতে চান? এইটা দিয়ে খুব সহজেই করতে পারবেন।
৫। ভিডিও এর ক্ষেত্রেও একইভাবে ট্রান্সফার করতে পারবেন। আর বড় সুবিধা কি জানেন? আপনার ফোনে কোন রেজুলেশনে রাখবেন তাও
সিলেক্ট করতে পারবেন। এর ফলে স্পেস নিয়ে সমস্যা দূর হবে।
৬।অ্যাপ ডাটা ব্যাকআপ রাখতে পারবেন।
আরও অনেক অনেক কিছু আছে,আপনারা ট্রাই করে দেখতে পারেন।

ধন্যবাদ :  Sohas Al-Amin Lelin  (ভাই) / Riyan Dewan (ভাই)

No comments:

Post a Comment