How to use SHAREit to transfer files from iDevice - Tanjim Reza's Blog | iForumBD

Breaking

Monday 9 April 2018

How to use SHAREit to transfer files from iDevice

অনেকেই কমপ্লেইন করেন আইফোনে অন্য কোনো ডিভাইস থেকে কোনো কিছু নিতে পারেন না। তাই এখানে সবচেয়ে বেশি জনপ্রিয় SHAREit দিয়ে শেয়ার করার পদ্ধতি দেখানোর চেষ্টা করবো।

তার আগে আমরা কিছু জিনিস আগেই বলে নেই-  আর iOS এ Supported না এইরকম ফাইল আমরা নিতে পারবো কিন্তু চালাতে পারবো না (যেমন APK,EXE)।  আমাদের রিসিভ করা কোনো মাল্টিমিডিয়া ফাইল আমরা আমাদের অ্যাপল ডিভাইস এর ডিফল্ট প্লেয়ার-এ নিতে পারবো না।SHAREit এর প্লেয়ার-এ  শুনতে হবে নাহয় AppStore থেকে ডাউনলোড করা অন্য যেকোনো প্লেয়ার দিয়ে শুনতে/দেখতে পারবেন। আর ডিফল্ট প্লেয়ার-এ নিতে হলে অবশই  PC অথবা JAILBREAK লাগবে।
অন্য প্লেয়ার-এ নেওয়ার পদ্ধতি আগে  এই লেখায় বিস্তারিত ছবি সহ দেখানো হয়েছেTransferring Files From One App to Another

উইন্ডোজ এর জন্য SHAREit ডাউনলোড করতে - Download SHAREit for Windows

 যদি SHAREit এর  কার্যপদ্ধতিটা সংক্ষেপে বলে নেই তাহলে ব্যাপারটা ভালো হয়। SHAREit যেকোনো ফাইল আদান-প্রদান করতে পারে একই NETWORK-এ থাকা ডিভাইস গুলির মধ্যে। তার মানে ডিভাইস গুলিকে যেভাবেই হোক একই নেটওয়ার্ক-এ আনতে হবে।

 Apple Device থেকে  Apple Device এবং Android-এ ফাইল শেয়ার করার পদ্ধতি একই তাই আমরা পুরো লেখায় Apple to Mobile Device & Apple to PC তে শেয়ার করার পদ্ধতি দেখবো।


                                     "Apple Device to Apple Device"

১। উভয় ডিভাইস-এ SHAREit Installed থাকা বাধ্যতামূলক :P
২। এখন ডিভাইস ৩টায় SHAREit ওপেন করুন।  এরপর যেই ডিভাইস থেকে আপনার ডিভাইস এ ফাইল নিবেন সেইটা থেকে নেটওয়ার্ক বানানো লাগবে। মানে আমরা Personal Hotspot ব্যাবহার করবো। এখন ওই  ডিভাইস-এ নিচের ছবির মতো করে Hotspot চালু করে নেন।
Settings->Personal Hotspot->ON->Turn on Wi-Fi & Bluetooth






 এখন যেই ডিভাইস-এ নিবেন সেইটার Settings-WiFi থেকে ঐ নেটওয়ার্ক-এ JOIN করে নেন।







 ৩। এখন ডিভাইস থেকে SHAREit ওপেন করে  'SEND' চেপে যা যা পাঠানোর সিলেক্ট করে OK চাপুন।






৪। এরপর অন্য ডিভাইস এ SHAREit এ ঢুকে 'RECEIVE' চাপুন এখন উপরে দেখাবে আপনি কোন নেটওয়ার্ক-এ আছেন আর অন্য ডিভাইস-এ আপনার ফোনের নামে দেখাবে। এরপর ঐ নামে টাচ করলেই হলো।
ছবিও দিয়ে দিলাম নিচে।   :3












Apple Device to PC


এইবার দেখবো PC থেকে কিভাবে নিবেন। পদ্ধতি একই। বেশির ভাগ পিসি তে SHAREit নিজেই Hotspot বানিয়ে নিবে। আর বাকিদের  পিসিতে Hotspot এর জন্য কিছু জিনিস করা লাগবে। তো পিসি এর
Search Bar এ CMD লিখে এটা Administrator Mode এ ওপেন করেন। Windows Key+X চেপে 'A' চাপলেও হয়।  এরপর নিচের মতো করে লিখুন-

netsh wlan set hostednetwork mode=allow ssid=TanjimRezaPC key=tanjimreza

এখানে ssid এর পর আপনার পিসি এর নাম আর key এর পর আপনার password লিখে নিয়েন।  এরপর অন/অফ করার জন্য নিচের কমান্ড।

netsh wlan start hostednetwork এবং
netsh wlan stop hostednetwork 

আমি জানতাম আমার মতোই আপনাদের এতো ভেজাল ভালো লাগবে না। তাই এই ফাইলটা ডাউনলোড করে Extract করলেই 3টা ফাইল পাবেন। একটা দিয়ে settings করে নিতে পারবেন আর ২টা দিয়ে On/Off.
আর name & password CHANGE করার জন্য Hotspot Settings লেখা  ফাইলটা notepad দিয়ে ওপেন করে edit করে save kore nen.
                                         
                                                  Get hostpot settings for windows

Note: অবশ্যই ইঁদুর এর ডান দিকের বাটন ক্লিক করে Run as Administrator সিলেক্ট করতে হবে।


এখন প্রথমে Hotspot On করে নিন আপনার পিসিতে। তারপর ফোন থেকে Wi-Fi তে গিয়ে ঐ নেটওয়ার্কএ join করে নেন।

এখন পিসিতে SHAREit ওপেন করে  Show QR Code লেখায় চাপেন। একটা হাবি-জাবি কোড দেখাবে।









এরপর ফোনের SHAREit APP থেকে Connect PC/MAC এ যান তারপর Scan to Connect এ চেপে পিসিতে দেখানো Code Scan করেন।







এইবার আপনি File Transfer Screen দেখতে পারবেন।




এখন যা ইচ্ছা শেয়ার করতে পারবেন। আর ডিফল্টভাবে পিসি তে নেওয়া সব ফাইল গুলা Default Download Folder এর ভেতর SHAREit নামের একটা Folder এ থাকে।

                                        🌝ধন্যবাদ 🌝



No comments:

Post a Comment