Change your ROOT Password NOW!! | Jailbreak | NewTerm - Tanjim Reza's Blog | iForumBD

Breaking

Sunday 19 August 2018

Change your ROOT Password NOW!! | Jailbreak | NewTerm







আমাদের ফোন জেইলব্রেক করার পরে আমরা অনেক অনেক কাস্টোমাইজাশন করলেও একটা গুরুত্বপূর্ণ কাজ কখনই করি না।
আমরা আমাদের ফোনের যেই ডিফল্ট Root Password আছে সেইটা পরিবর্তন করি না। এইটা না করলে আমাদের ফোন কিছুটা ঝুঁকিতে থাকে, মানে আমাদের ডাটা অন্য কেউ হাতিয়ে নিতে পারার একটা বিশাল সুযোগ থাকে। আমরা কখনই চাইবো না আমদের ব্যাক্তিগত জিনিস অন্য কারো হাতে পরুক। তাই জেইলব্রেক করার পরপরই আমরা এইটা পরিবর্তন করে ফেলবো।

১।প্রথমেই Cydia থেকে NewTerm 2 আপনার ফোনে ইন্সটল করে নিবেন। আর অবশ্যই http://cydia.hbang.ws/ এই Repo ছাড়া অন্য কোথাও থেকে করবেন না।
২। এখন  NewTerm 2 ওপেন করে সুপার ইউজার হিসাবে লগইন করতে হবে। প্রথমেই লিখবেন su এরপর keyboard-এর return কী চাপবেন। এখন আপনার কাছে পাসওয়ার্ড চাইবে, ডিফল্ট পাসওয়ার্ড alpine লিখবেন। লেখার সময় কিছু দেখাবে না। আপনি ঠিক মতো লিখে return চাপবেন।
৩। এখন পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য প্রথমে  passwd লিখে  return চাপবেন। এখন আপনাকে বলবে নতুন করে পাসওয়ার্ড দিতে।
৪। মনে রাখতে পারবেন এইরকম একটা পাসওয়ার্ড দিবেন, আর ঐটা যেন খুব সহজেই অনুমান করা না যায়। আবার ভুইলা যাইয়েন না -_-
৫। আবার লিখে সুনিশ্চিত করুন।

এইবার সব কেটে দিয়ে আবার NewTerm 2 ওপেন করে su লিখে পাসওয়ার্ড দিবেন, এইবার আপনার একটু আগে সেট করা পাসওয়ার্ড দিয়ে দেখেন লগইন হয় কিনা। হয়ে গেলেই কাজ শেষ। আমি,আপনি নিরাপদ। নিচের ভিডিওটাতে পুরো পদ্ধতি সংক্ষেপে দেখে নিতে পারেন।



No comments:

Post a Comment