Jailbreak your iDevice on iOS 11.2-11..3.1 using Electra! - Tanjim Reza's Blog | iForumBD

Breaking

Sunday 8 July 2018

Jailbreak your iDevice on iOS 11.2-11..3.1 using Electra!



Electra Jailbreak for iOS 11.2-11.3.1

আমি প্রথমেই বলে নেই,"আপনি যদি না জানেন আপনি কি করতেছেন তাহলে এইটা কইরেন না "

আমরা সবাই আইওএস ১১.৩.১ এর জেইল্ব্রেক এর জন্য অধির আগ্রহে বসে ছিলাম। আমরা জানি আমাদের ভাল্লুক ভাই (Ian Beer) ২টা এক্সপ্লোইট রিলিজ করেছে।
এখন ঐ ২টা দিয়ে আমাদের ঠাণ্ডাতারকা (CoolStar) ভাই  Electra এর ২টা ভার্সন রিলিজ করছে।
একটা হলো Electra1131 Multi_Path (Multi_Path Exploit)
আরেকটা হলো Electra1131 VFS (VFS Exploit)

এখন এই ২টা ভার্সন রিলিজ দেওয়ার কারণ আছে। Electra1131 VFS (VFS Exploit) ভার্সনটার ক্ষেত্রে Success Rate অনেক কম। আর অপরদিকে Electra1131 Multi_Path (Multi_Path Exploit)
ভার্সন এর Success Rate বেশি। কিন্তু সমস্যা হলো আমার মতো সাধারণ পাবলিক এর। কারণ?
কারণ হলো  Electra1131 Multi_Path (Multi_Path Exploit) ভার্সনটা আপনার Apple Developer Account (99$) না থাকলে ইন্সটল করতে পারবেন না।

এইসব সমস্যার কথা চিন্তা করে CoolStar একটা Signing Service কে Electra1131 Multi_Path ভার্সন Host করতে বলে।
                              
তো কথা মতো Ignition তা করে ফেলে আর আমার মতো মানুষের জন্য সেইটা খুব উপকারে আসে।  এখন একটা জিনিস আমি খুব ভালোভাবে বলে দিতে চাই সেইটা হল এইসব  Signing Service কে
কখনই বিশ্বাস করা যায় না Jailbreak করার ক্ষেত্রে। কিন্তু এই ক্ষেত্রে যেহেতু CoolStar নিজে করতে বলেছে এবং Pwn20wnd এইটা সেইফ বলেছে তাই আমরা এইটা করতে পারি।
                            "আপনি যদি রিস্ক না নিতে চান তাহলে আর পইড়েন না। "
                           
   
তো এখন আপনি চলে যান এখানে  Ignition এরপর Electra1131 MP তে চাপেন। এরপর ইন্সটল করে নেন।

 এখন এইটাকে আপনার বিশ্বাস করতে হবে :P
Settings->General->Profiles & Device Management এ গিয়ে আবল-তাবল লেখা নামটায় চেপে TRUST করে নেন।

এখন নিচের বিষয় গুলা ভালো ভাবে করে নিবেন।

১। দেখে নেন কোনো আপডেট ডাউনলোড হয়ে আছে কিনা। থাকলে Settings->Software Update এ গেলে নিচে Install Now দেখাবে। এইরকম দেখালে সেইটা Settings->Storage এ গিয়ে
ডিলিট করে দেন।

২। এইবার ফোনটা রিবুট করেন।
Home Button ওয়ালা ফোনের ক্ষেত্রে -> Power Button & Home Button চেপে ধরে রাখেন, এরপর Apple Logo আসলে ছেড়ে দিবেন।

Home Button ছাড়া (iPhone 10) এর ক্ষেত্রে -> প্রথমে Volume Up Button টা চেপে ধরেন, সাথে সাথে Volume Down Button টা চেপে ধরেন। এর এরপর Power Button
চেপে ধরবেন।     এখন Apple Logo আসলে ছেড়ে দিবেন।

৩। এইবার আপনি ইন্সটল করা Electra App এ যান। তারপর ফোনটা ঐ অবস্থায় লক করে ১ মিনিট এর মতো রেখে দিন।

৪। এইবার ওপেন করে যত তাড়াতাড়ি সম্ভব মাঝের Enable Jailbreak Button টায় চাপেন।  এরপর আপনার ফোন ReBoot হবে, তারপর Electra App ওপেন করে আবার
মাঝের button টায় চাপেন। এখন লিখা আসবে "Installing Cydia" এরপর একবার RESPRING হবে। তারপর আপনার ফোন-এ Cydia পেয়ে যাবেন, মানে আপনার ফোন jailbroken.

যদি কোন কারনে না হয় (যেহেতু Success Rate আগেরদিনের তুলনায় কম) তাহলে ২নং ও ৩নং আবার করেন।

এখন কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় বলি। আপনি ignition থেকে এইটা ইন্সটল করার ফলে ৩৬৫দিনের Certificate পেয়ে যাচ্ছেন। মানে এক বছরে আর এই অ্যাপটা sign করাতে হবে না।
আপনি CertRemainTime Tweak ইন্সটল করে চেক করে নিতে পারেন। "Signing নিয়ে আমি এখানে কথা বাড়াবো না"

সুতরাং, এখন আপনার ফোন স্বাধীন :p
আর আপনি যেহেতু কি করতেছেন না জেনেই করেছেন তাই আর কিছু বলতে হবে বলে মনে হয় না।

বি.দ্রঃ উল্টা পাল্টা কিছু করে ফোন BootLooped হলে আমি দায়ী না।

No comments:

Post a Comment